in My Bengali Poems

ঠিকঠাক

যদি ভাংচুর হয়ে যায় চাঁদ
কিংবা কাটাকুটি হয়ে যায় রাত
শুধু স্বপ্নরা বেঁচে থাক ঠিকঠাক
ধরে রাতজাগা পাখিদের হাত।

যদি চুরি হয়ে যায় রোদ
কিংবা বোবা হয়ে যায় বোধ
আশারা জেগে থাক ঠিকঠাক
বহুপথ যেতে হবে, অপেক্ষা শুধু ভোর।

……………….. ২০।০৫।২০১৩
(অসম্পূর্ণ)

Write a Comment

Comment