in Bangla Blogs, WordPress

ওয়ার্ড প্রেসে লিখুন ম্যাথেমেটিক্যাল ইকুয়েশন

প্রতিদিন কোন না কোন সমস্যার সম্মূখীন হচ্ছি আর একটু গুগল করেই তার সমাধান পেয়ে যাচ্ছি। ওয়েবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন প্রকাশ করার জন্য একটা ভালো পিএইচপির লাইব্রেরী পেয়েছিলাম অনেক দিন আগে। নামে PhpMathPublisher। এটি চাইলে যে কেউ তার নিজের সাইটে যুক্ত করতে পারেন। কার্যক্রমটা এই রকম, আপনি একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখবেন। যেমন ধরুন a+b = d যা পরে এক বা একাধিক ইমেজ আকারে কোন ডিরেক্টরীতে সংরক্ষিত হবে। অনলাইন ডেমো দেখতে পারেন এখান থেকে। এছাড়া এই লাইব্রেরীটি যে সব ম্যাথেমেটিক্যাল কমান্ড (ইকুয়েশন লেখার জন্য, কনসেপ্ট অনেকটা লেটেক্স এর মতো) সাপোর্ট করে তার লিস্ট এখানে পাবেন।

সব চেয়ে মজার ব্যাপার হলো কিছুদিন আগে এই দেখলাম এই লাইব্রেরী ব্যবহার করে ওয়ার্ড প্রেসের জন্য দুইটি প্লাগিনও পাওয়া যাচ্ছে। অংক বা ইকুয়েশন নিয়ে যারা ব্লগ লিখতে আগ্রহী তাদের জন্য আশা করি এই প্লাগিন দুইটি বেশ কাজে দিবে।

Write a Comment

Comment