in Bangla Blogs, My Bengali Poems

দেওয়াল

একটা উচু দেওয়ালের সামনে প্রতিদিনই দাঁড়ায় আর
ভাবি এই দেওয়ালটার তৈরি না হলে কি খুব ক্ষতি হতো ?

মাঝে মাঝে ভাবি দেওয়ালটি জবরদস্তি করে ভেঙ্গে ফেলি কিংবা
এতো দূরে পালিয়ে যায় যেখান থেকে আমি চাইলেও এই দেওয়ালের কাছে আসতে পারবো না … হে হে

ধরে নিলাম, আমি দেওয়াল ভেঙ্গে ফেলেছি কিন্তু
এইযে এতো বছর ধরে মনের ভেতর আর এক বিশাল দেওয়াল তৈরি হয়েছি সেটার কি হবে ?

ভাবছো আমি নিরাশাবাদী … হে হে না ঠিক তেমনটি নয়, আমি জানি আমি একদিন এই মনের দেওয়ালও ভেঙে ফেলবো, তারপর ?
দেওয়ালের ওপাশে যা আশা করেছিলাম তা থাকবেতো, নাকি সবই ফাঁকি।।

ভাবছি দেওয়ালের প্রতিপালককে ধমক দিয়ে বলি,
ফাজলামি পাইছো, ইচ্ছা হইলো আর দেওয়াল তুলে মজা দেখো না ?
———————————————————————————-
২৫.০৪.২০১০
উৎসর্গঃ একটি অদৃশ্য দেওয়াল এবং তার প্রতিপালককে

  1. দাদা, রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ।

    আমরা যদি গড-এ বিশ্বাস করি তাহলে আমরা কী বলি? বলি গড আমাদের "তৈরি" করেছেন।

    আর তাতে কী হয়েছে? পৃথিবীতে আমাদের "জন্ম" হয়েছে।

    অর্থাৎ যা তৈরি হয় তা-ই জন্মলাভ করে।

    —————

    তবে হ্যাঁ, আপনার শেষ লাইনটি পড়ে সত্যি-ই মোহিত হলাম। আর কিছু বলার থাকে না।

    ধন্যবাদ আপনার শেষ লাইনে লেখা কবিতাটির জন্য।

  2. @পান্থ বিহস

    দাঁড়ায়->দাঁড়াই হ্যাঁ বানান ভুল করার লজ্জায় মাঝে মাঝে লিখতেই ভয় পাই 🙁

    তৈরি -> জন্ম

    আপনার মতামতের জন্য ধন্যবাদ… প্রতিটি মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। যে কোন লেখার পেছনে একটা গল্প থাকে , কিছু গল্প হয় নিজের কিছু হয় অন্যের আর কিছু গল্প কারো না কারো …কল্পনাপ্রসূত…,

    আমি বিশ্বাস করি দেওয়াল এর জন্ম হয় না, দেওয়াল আমরা তৈরি করি।

    আসলে কবিতা আমি লিখি না, আমাকে ব্যবহার করে কবিতা মাঝে মাঝে নিজে নিজেই জন্ম নেয়, আমি নীরব দর্শক ছিলাম, এখনো আছি।

  3. আপনার কবিতা পড়ে ভালোই লাগলো।তবে আমার মনে হয় কবিতার প্রতি আপনার আবেগ যথেষ্ট থাকলেও ভালোবাসা খুব প্রকট নয়। অবশ্য এটা আমার মতামত। এই যেমন আপনি লিখেছেন-

    "একটা উচু দেওয়ালের সামনে প্রতিদিনই দাঁড়ায় আর

    ভাবি এই দেওয়ালটার তৈরি না হলে কি খুব ক্ষতি হতো ?"

    এখানে আপনি লিখতে পারতেন-

    "একটা উচু দেওয়ালের সামনে প্রতিদিনই 'দাঁড়াই' আর

    ভাবি এই দেওয়ালটার 'জন্ম' না হলে কি খুব ক্ষতি হতো ?"

    দেখুন তো কেমন লাগে তাহলে?

    আমার তো মনে হয়, কবিতার প্রতি আপনার আবেগটি আরেকটু প্রকট হলে আরও আরও ভালো কবিতা আপনার কাছ থেকে অনায়াসেই পাওয়া সম্ভব।

    ———–

    মাফ করবেন এতো কথা লেখার জন্য। তবে জানবেন, এ আমার নিজস্ব মতামত, সম্পূর্ণ। সিরিয়াসলি ভাবার কোনো কারণে দেখি না।

    ধন্যবাদ।

  4. পথটাই যাওয়া এর আর কোন ফিরে আসা নেই

Comments are closed.