গুগল টক ল্যাব এঢিশন | Sabuj Kundu's Personal Website https://sabujkundu.com Tale of a Manchumahara Wed, 27 Jan 2010 19:25:23 +0000 en-US hourly 1 229947981 গুগল টক ল্যাব এডিশন ( উইন্ডোজ ভার্সন) https://sabujkundu.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/ Wed, 30 Jul 2008 10:03:27 +0000 http://manchumahara.com/?p=173 গতকাল কোন একটা লিঙ্ক থেকে যেতে যেতে গুগল টক ল্যাব এডিশনের খোঁজ পেলাম। বেশ কিছু নতুন ফিচার চোখে পড়লো। অনলাইন গ্যাজেট হিসাবে যা আছে সেইটাই ডেক্সটপে নিয়ে এসেছে।
নতুন ফিচারসমূহ এখানেঃ
কঃ গ্রুপ চ্যাট
খঃ অরকুট, গুগল ক্যালেন্ডার ও গুগল মেইল বা জিমেইল এর নোটিফিকেশন বাবল আকারে দেখায়।
গঃ invisible mode [ ছবি দেখুন এখানে]
---আমি ব্যক্তিগত ভাবে এটা গুগল টকে খুব মিস করতাম।
---বর্তমান নরমাল ভার্সনে এই কাজটা আপনি করতে পারবেন একটা প্লাগিন ব্যবহার করে। এটা এই পাতা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ছবি দেখুন এখানে
ঘঃ ট্যাব আকারে রাখা যায় উইন্ডো গুলো (আগে ছিলো কি ?)
ঙঃ ইমোটিকন যুক্ত করা হয়েছে।
চঃ জিমেইল, অরকুট, গুগল ক্যালেন্ডার সিস্টেম ট্রে থেকে ওপেন(launch) করতে পারবেন না

The post গুগল টক ল্যাব এডিশন ( উইন্ডোজ ভার্সন) first appeared on Sabuj Kundu's Personal Website.]]>
গতকাল কোন একটা লিঙ্ক থেকে যেতে যেতে গুগল টক ল্যাব এডিশনের খোঁজ পেলাম। বেশ কিছু নতুন ফিচার চোখে পড়লো। অনলাইন গ্যাজেট হিসাবে যা আছে সেইটাই ডেক্সটপে নিয়ে এসেছে।

নতুন ফিচারসমূহ এখানেঃ

  • গ্রুপ চ্যাট
  • অরকুট, গুগল ক্যালেন্ডার ও গুগল মেইল বা জিমেইল এর নোটিফিকেশন বাবল আকারে দেখায়।
  • invisible mode [ ছবি দেখুন এখানে]
  • আমি ব্যক্তিগত ভাবে এটা গুগল টকে খুব মিস করতাম।
  • বর্তমান নরমাল ভার্সনে এই কাজটা আপনি করতে পারবেন একটা প্লাগিন ব্যবহার করে। এটা এই পাতা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ছবি দেখুন এখানে
  • ট্যাব আকারে রাখা যায় উইন্ডো গুলো (আগে ছিলো কি ?)
  • ইমোটিকন যুক্ত করা হয়েছে।
  • জিমেইল, অরকুট, গুগল ক্যালেন্ডার সিস্টেম ট্রে থেকে ওপেন(launch) করতে পারবেন না
  • কিছু ফিচার যা নরমাল ভার্সনে আছে কিন্তু ল্যাব এডিশনের নাই যেমনঃ
    কঃ ফাইল শেয়ারিং হয়না।
    খঃ অফলাইন বন্ধুদের লুকিয়ে রাখার অপশন পাচ্ছি না।

    গুগল যে এটা নিয়ে বেশ কাজ করছে তা বুঝতে পারলাম অনলাইনে এটা নিয়ে কিছু রিভিউ পড়ে। অনেকের রিভিউতে মিসিং ফিচার লিস্টিতে যা ছিলো তার কিছু এখন চলে এসেছে। জিমেইলকে গুগলের অন্যান্য ফিচারের সাথে ইন্ট্রিগ্রেট করার জন্য গুগল জিমেইলের কোডও পরিবর্তন করেছে বিভিন্ন সময়।

    The post গুগল টক ল্যাব এডিশন ( উইন্ডোজ ভার্সন) first appeared on Sabuj Kundu's Personal Website.]]>
    173