Flute Attempt One (বাঁশি ১)

আমি স্কেল বুঝি না, চেস্টা করেও সারেগামা বাজানো শিখতে পারি নাই। তাই যেমন ইচ্ছা বাজাই। আগুন পানি বাতাস এর কাছে মানুষ আদিম কাল থেকেই বন্ধি, তাই বাতাসকে বুকের ভেতর বন্ধি করে সরু বাঁশের ভেতর দিয়ে বের করে যে নির্মম আনন্দ পাওয়া যায় তা আরো খানিকটা বেড়ে যায় যখন কিছুটা হলেও নিজের কানে ভালো লাগে।
[soundcloud url=”http://api.soundcloud.com/tracks/90004434″ params=”” width=” 100%” height=”166″ iframe=”true” /]