in My Bengali Poems

পাগল

যা পাগল তোকে মুক্ত করে দিলাম ছুটে যা ইচ্ছা খুশি
ছুঁয়ে আয় সুউচ্চ হিমালয় কিংবা ডুব দিয়ে আয় সাগরের তলা থেকে।
আষাঢ়ের ঘন বর্ষায় কাক ভেজা হয়ে ইচ্ছে হলে ঘরে ফিরিস
কিংবা ঝির ঝির বৃষ্টিতে গায়ে কাঁদা মেখে মাঝ উঠানে নাচিস তা-ধিন।
চৈত্রের খাঁ খাঁ রোদে পুড়ে মর, সারা দিন পথে হেঁটে –
এক হাঁটু ধুলোর সর পায়ে মেখে দিন শেষ ইচ্ছে হলে ঘরে ফিরিস।

যা পাগল তোকে মুক্ত করে দিলাম উড়ে যা ইচ্ছে খুশি।
আটকে থাক জ্যামের ভেতর ঘন্টার পর ঘন্টা, ঘামে ভিজে পরীক্ষা দে ধৈর্য্যের।
ইচ্ছে হলে দিন শেষে ঘরে ফিরিস ।

১৯/০৪/২০১৪, কাটাবন
~ মানচুমাহারা