in Amaderprojukti Forum, Bangla Blogs, Phpbb, Search

আমাদের প্রযুক্তিতে সার্চ করুন ফায়ারফক্স থেকেই

ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল, আর সেই সাথে আরো কিছু লিস্টে থাকে যা সিলেক্ট করে নিতে পারি এবং চাইলে আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আমরা এডঅন হিসাবে যোগ করে নিতে পারি। আজকে ভোর রাতে মাথায় চিন্তা আসলো আমাদের প্রযুক্তির জন্য এই রকম এডঅন বা সার্চ প্লাগিন বানানো যায় কিনা। কিছুক্ষন চেস্টা করার পর হয়ে গেলো। এখন কেউ চাইলে প্লাগিনটি এড করে রাখলে, যে কোন সময় ফায়ারফক্সের সার্চ বার থেকেই আমাদের প্রযুক্তিতে সার্চ করতে পারবে। উল্লেখ্য যে, আমাদের প্রযুক্তিতে অনেক গুলো সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করার অপশন আছে কোর সার্চ ফিচার এর পাশাপাশি। তবে এখানে শুধু মাত্র গুগল কাস্টম সার্চ ফিচার এর সাথে লিঙ্ক করা।
কিভাবে প্লাগিনটি যুক্ত করবেন আপনার ফায়ারফক্সের সার্চ লিস্টে তাই তো ? আচ্ছা,
প্রথমে আমাদের প্রযুক্তি ফায়ারফক্স দিয়ে ভিজিট করুন। এরপর নিচের ছবিটি অনুসরণ করুন

apsearch1

যদি উপরের ধাপ ঠিক মতো করে থাকেন তাহলে নিচের মতো দেখতে পাবার কথা।

apsearch1

সার্চ প্লাগিনকে পরবর্তীতে ফায়ারফক্সের সিংগেল ক্লিক এডঅন এর মতো করে দেওয়া হবে এবং ফায়ারফক্সের এডঅন সাইটে সাবমিট করা হবে।
যারা ব্যবহার করবেন অনুগ্রহ করে কোন সমস্যা পেলে জানাতে ভুলবেন না।
লেখাটি আমাদের প্রযুক্তিতে দেখুন এখানে

Update: 7Th November,2009
Just Click here to install the search plugin in your browser. Only Firefox(>=2) and Internet explorer(>=7) user can get this support. Thank you.