in Software Review

Microsoft Office Live Workspace

Microsoft Office Live Workspace

সারা বিশ্বে প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। আর সেই সাথে প্রতিদিন আসছে ইন্টারনেট ভিত্তিক নিত্যনতুন প্রযুক্তি ও সুযোগ সুবিধা। একসময় ডাটা ট্রান্সফারের জন্য ১.৪৪ মেগাবাইট ধারণ ক্ষমতার ফ্লপি ডিক্স নিয়ে ছুটাছুটি করতাম। আর এখন…বলাই বাহুল্য। কারো যদি ভালো নেট কানেকশন থাকে তাহলে সে ইন্টারনেটেই হার্ডডিস্কের মতো গিগা গিগা জায়গা পেতে পারে বিনামূল্যে। যেমন কেউ ইচ্ছা করলে জিমেইলে ইচ্ছামত আপ্লোড করে রেখে দিতে পারে। আর এই জন্য ডেক্সটপ এপলিকেশনকে ওয়েব সংস্করণে নিয়ে যাবার একটা হিড়িক পড়ে গেছে মনে হয়। সবচেয়ে কাছের উদাহরণ হতে পারে গুগল ডক এন্ড স্প্রেডশীট। এই ঠিকানায় যেয়ে যে কেউ অফিস ব্যবস্থাপনার সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। ফাইল নিজের গুগল একাউন্টে সংরক্ষণ করতে পারবেন বিনামূল্যে। ইচ্ছা হলে পিডিএফ বানিয়ে নিতে পারেন কিংবা কোন ফাইল শেয়ার দিয়ে অন্য বন্ধুদের সাথে একসাথে সম্পাদনার কাজ করতে পারেন পৃথিবীর যেকোন প্রান্তে বসে।

যে বিষয়ে ব্যবহারকারীদের আগ্রহ বাড়ে বা লেটেস্ট ট্রেন্ডকে কাভার করার জন্য ইন্টারনেটের জায়ান্ট কম্পানীগুলো সদাব্যস্ত। আর তাই এই দৌড় বসে নেই মাইক্রোসফটও। অবশেষে ৩রা অক্টোবর,২০০৭ মাইক্রসফট শুরু করেছে অনলাইনে অফিস ব্যবস্থাপনার সফটওয়ার বা ওয়েব বেসড অফিস এপ্লিকেশন Microsoft Office Live Workspace
এটা গুগল ডক এর কাছাকাছি তবে ব্যবহার ও ব্যবহারকারী বিষয়ক কিছু বিশেষ সীমাবদ্ধতা আছে। যেমন কোন নির্দিষ্ট একাউন্টের জন্য থাকবে সর্বোচ্চ ২৫০ মেগাবাইট স্পেস বা ১০০০ অফিস ফাইল রাখার সুবিধা।আর Microsoft Office Live Workspace ব্যবহার করার জন্য সিস্টেম রিকোয়ারমেন্টট নিম্নরূপঃ

    * Internet Explorer 6.0 or later on Windows XP, Windows Server 2003 and Windows Vista
    * Firefox 2.0 on Windows XP, Windows Server 2003, and Windows Vista
    * Firefox 2.0 on Mac OS X 10.2.x and later

লিনাক্স অপারেটিং সিস্টেমে চলবে কিনা এই ব্যাপারে এখনো কিছু বলা হয় নাই।

যদি Microsoft Office Live Workspace এর বেটা ভার্সন ব্যবহার করতে চান তাহলে এখান থেকে প্রি-রেজিষ্টেশন লিস্টে রেজি করুন।